বিজনেস আওয়ার প্রতিবেদক: ডিজেল ও কেরোসিনের প্রতিলিটার ১৫ টাকা বাড়ায় লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। এখন থেকে লঞ্চে প্রতি কিলোমিটার ৬০ পয়সা বাড়ানো হয়েছে। আগের ভাড়ার চেয়ে ৩৫ দশমিক ২৯ শতাংশ বাড়ানো হয়েছে। একইসঙ্গে লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৭ নভেম্বর) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে সরকারের সঙ্গে লঞ্চ মালিকদের বৈঠকে ভাড়া বাড়ানো ও ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
বিজনেস আওয়ার/ ০৭ নভেম্বর, ২০২১/এএইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: