ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাক মালিকদের রাতে ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক: ডিজেলের দাম বাড়ানোর পর গণপরিবহনের ভাড়া বাড়িয়ে দিয়েছে সরকার। এরপরেও ধর্মঘট করছেন ট্রাক-কাভার্ডভ্যানসহ পণ্য পরিবহনের যানবাহনের মালিক-শ্রমিকেরা। এমন পরিস্থিতে তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সচিবালয়ে সোমবার রাত ৮টায় ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ধর্মঘট পালন করছেন ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনের মালিক-শ্রমিকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে তাদের।

গত ৩ নভেম্বর রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা করে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। ৪ নভেম্বর থেকে এই দাম কার্যকর করা হয়েছে। ডিজেলের দাম বাড়ানোর পর ৫ থেকে ৭ নভেম্বর বিকেল পর্যন্ত সারা দেশে গণপরিবহনে ধর্মঘট ছিল। রোববার বিকেলে গণপরিবহনের ভাড়া বাড়ানোর পর ধর্মঘট তুলে নেওয়া হয়।

বিজনেস আওয়ার/ ০৮ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ট্রাক মালিকদের রাতে ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: ডিজেলের দাম বাড়ানোর পর গণপরিবহনের ভাড়া বাড়িয়ে দিয়েছে সরকার। এরপরেও ধর্মঘট করছেন ট্রাক-কাভার্ডভ্যানসহ পণ্য পরিবহনের যানবাহনের মালিক-শ্রমিকেরা। এমন পরিস্থিতে তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সচিবালয়ে সোমবার রাত ৮টায় ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহন যানবাহনের মালিক-শ্রমিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ধর্মঘট পালন করছেন ট্রাক, কাভার্ডভ্যান ও পণ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহনের মালিক-শ্রমিকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে তাদের।

গত ৩ নভেম্বর রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা করে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে সরকার। ৪ নভেম্বর থেকে এই দাম কার্যকর করা হয়েছে। ডিজেলের দাম বাড়ানোর পর ৫ থেকে ৭ নভেম্বর বিকেল পর্যন্ত সারা দেশে গণপরিবহনে ধর্মঘট ছিল। রোববার বিকেলে গণপরিবহনের ভাড়া বাড়ানোর পর ধর্মঘট তুলে নেওয়া হয়।

বিজনেস আওয়ার/ ০৮ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: