বিজনেস আওয়ার প্রতিবেদক: মূল্য সংযোজন করের (ভ্যাট) বিশেষ সফটওয়্যার পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে নতুন করে আরও পাঁচটি কোম্পানিকে সফটওয়্যার বিক্রয়ের অনুমতি নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বার্ষিক পাঁচ কোটি টাকার বেশি লেনদেন হলেই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর ভ্যাটের বিশেষ সফটওয়্যার ব্যবহার করার বাধ্যবাধকতার রয়েছে। আগে ৪৩টি কোম্পানির ভ্যাটের বিশেষ সফটওয়্যার বিক্রয়ের অনুমতি ছিল। এবার নতুন করে আরও পাঁচটি প্রতিষ্ঠান যোগ হলো।
সোমবার (৮ নভেম্বর) নতুন পাঁচ কোম্পানির তালিকাভুক্তির বিষয়টি এনবিআরের জনসংযোগ বিভাগ সূত্র নিশ্চিত করেছে।
তালিকাভুক্ত নতুন প্রতিষ্ঠানগুলো হলো— ঢাকার পাকিজা টেকনোলজিস লিমিটেড, সিনটেক সল্যুশন লিমিটেড, ইউনিপ্রো সফটওয়্যার বিডি লিমিটেড ও সিস্টেম রিসোর্সেস লিমিটেড এবং চট্টগ্রামের নিউ টেকনোলজি সিস্টেমস লিমিটেড।
এসব সফটওয়্যারের বৈশিষ্ট্য হচ্ছে- এতে ক্রয় ও বিক্রয়ের চালানের তথ্য এন্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে তা স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের হিসাবে হালনাগাদ (আপডেট) হয়ে যাবে। সফটওয়্যারে বিভিন্ন মূসক হারও দেওয়া রয়েছে। প্রতিটি বেচাকেনার তথ্য আলাদাভাবে সংরক্ষণের সুযোগ রয়েছে এসব সফটওয়্যারে।
বিজনেস আওয়ার/ ০৮ নভেম্বর, ২০২১/এএইচ