বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ মুহসিনিনা সারিকা একরামকে প্রতিষ্ঠানটিতে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। কোম্পানিটির ৬১তম বোর্ড সভায় সারিকা একরামকে এই নিয়োগ দেয়া হয়।
সারিকা একরাম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাতো প্রকৌশলী একরামুল হক ও চেয়ারম্যান দাতিন শামিমা নার্গিস হকের ছোট মেয়ে। গত বছর তাদের বড় মেয়ে তাওফিকা একরামও পরিচালক হন।
মুহসিনিনা সারিকা একরাম শেয়ারবাজার থেকে ২ শতাংশ শেয়ার ক্রয় করে পরিচালক হয়েছে বলে জানা গেছে।
বিজনেস আওয়ার/০৯ নভেম্বর, ২০২১/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: