বিজনেস আওয়ার প্রতিবেদক : অবাধ তথ্য স্বাধীনতায় বিশ্বাসী দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বব্যাপী পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল তথ্য সরবরাহের লক্ষে ক্যামব্রিজ অ্যানালাইটিকার মূল প্রতিষ্ঠান ডেটা ভেন্ডর কোম্পানি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ল্যাবরেটরিস (এসসিএল) এর সাথে ডাটা বিজনেস বিষয়ক চুক্তি সাক্ষর করেন৷
গত ৮ নভেম্বর ম্যানচেস্টারে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া ও এসসিএলের ব্যবস্থাপনা পরিচালক সোলোয়া চাকরি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী এসসিএল ডিএসই থেকে প্রকাশিত বিভিন্ন ডেটা বিশ্বব্যাপী বিক্রির দায়িত্ব পালন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান, পরিচালক মোঃ শাকিল রিজভী, মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন ও ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন।
বিজেনস আওয়ার/০৯ নভেম্বর, ২০২১/পিএস