বিনোদন ডেস্ক : বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৩ ও ৪ নম্বর ফ্লোর দুটি ভেঙে নির্মাণ করা হবে ১৫ তলা ভবন। সেই ভবনে শপিং মলের পাশাপাশি থাকবে সিনেপ্লেক্সও। বিষয়টি নিশ্চিত করেছেন এই প্রজেক্টের সহকারী পরিচালক আইয়ুব আলী।
তিনি বলেন, অনেক আগেই বাণিজ্যিক ভবন তৈরির পরিকল্পনা নিয়েছিল বিএফডিসি। পরে মন্ত্রণালয় পাসও করেছে। নির্মাণাধীন ভবনের দুটি ফ্লোর শুটিংয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ভবন নির্মাণের কাজের জন্য সমস্যা হলে কবিরপুর বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে শুটিং করা যাবে।
শুটিং ফ্লোর ভেঙে নতুন ভবন নির্মাণের বিষয়ে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, বড় দুটি ফ্লোর বন্ধ হয়ে গেলে অবশ্যই বিপদে পড়তে হবে নির্মাতাদের। কবিরপুর ঢাকা থেকে বেশ দূরে। দিনে সেখানে গিয়ে শুটিং করে ফিরে আসা সম্ভব নয়।
বিজনেস আওয়ার/০৮ জুলাই, ২০২০/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: