ঢাকা , শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফাইনালে নাম লিখিয়েছে নিউ জিল্যান্ড

  • পোস্ট হয়েছে : ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • 24

বিজনেস আওয়ার প্রতিবেদক : এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে নাম লিখিয়েছে নিউ জিল্যান্ড। আর সেটা সম্ভব হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান ডারিল মিচেলের ব্যাটে ভর করে। মিচেল ইনিংসের গোড়াপত্তন করতে নেমে শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন। ৪৭ বলে ৪টি চার ও সমান সংখ্যক ছক্কায় অপরাজিত ৭২ রানের ইনিংস খেলে দলকে ফাইনালে তুলে মাঠ ছাড়েন।

অবশ্য রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। প্রথম ওভারের তৃতীয় বলেই ওকসের শিকারে পরিণত হন মার্টিন গাপটিল। মাত্র ৪ রান করে ফেরেন তিনি। এরপর তৃতীয় ওভারের চতুর্থ বলে অধিনায়ক কেন উইলিয়ামসনকেও ফেরান ওকস। অধিনায়ক করে যান মাত্র ৫ রান।

১৩ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়া নিউ জিল্যান্ডকে এরপর টেনে তোলেন ডেভন কনওয়ে ও ডারিল মিচেল। তারা দুজন তৃতীয় উইকেটে তোলেন ৬৭ বলে ৮২ রান। এরপর দলীয় ৯৫ রানের মাথায় ৩৮ বলে ৪৬ রান করে আউট হন কনওয়ে। তাকে ফেরান লিয়াম লিভিংস্টন।

১০৭ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় নিউ জিল্যান্ড। এবার আউট হন গ্লেন ফিলিপস। ২ রানের বেশি করতে পারেননি তিনি। তাকেও ফেরান লিভিংস্টন।

ফিলিপস আউট হওয়ার পর ১৬ ওভার শেষে নিউ জিল্যান্ডের রান দাঁড়ায় ৪ উইকেটে ১১০। জয়ের জন্য শেষ চার ওভারে তাদের প্রয়োজন ছিল ২৪ বলে ৫৭ রান।

ক্রিস জর্ডানের করা ১৭তম ওভারে মিচেল ও জিমি নিশাম নেন ২৩ রান। অবশ্য পরের ওভারেই উইকেট হারায় উইলিয়ামসন বাহিনী। শেষ দুই ওভারে জয়ের জন্য ২০ রান প্রয়োজন ছিল নিউ জিল্যান্ডের। কিন্তু ১৯তম ওভারে ক্রিস ওকসের হাতে বল তুলে দেয় ইংল্যান্ড। সেট ব্যাটসম্যান মিচেল তার ওভারে দুটি ছক্কাসহ ২০ রান তুলে এক ওভার হাতে রেখেই নিউ জিল্যান্ডের জয় নিশ্চিত করেন।

তার আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬৬ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে মঈন আলীর ৩৭ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫১ ও ডেভিড মালান ৩০ বলে ৪ চার ও ১ ছক্কায় করা ৪১ রান করেন।

বল হাতে নিউ জিল্যান্ডের টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ শোধি ও জিমি নিশাম ১টি করে উইকেট নেন।

বিজনেস আওয়ার/১১ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফাইনালে নাম লিখিয়েছে নিউ জিল্যান্ড

পোস্ট হয়েছে : ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে নাম লিখিয়েছে নিউ জিল্যান্ড। আর সেটা সম্ভব হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান ডারিল মিচেলের ব্যাটে ভর করে। মিচেল ইনিংসের গোড়াপত্তন করতে নেমে শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন। ৪৭ বলে ৪টি চার ও সমান সংখ্যক ছক্কায় অপরাজিত ৭২ রানের ইনিংস খেলে দলকে ফাইনালে তুলে মাঠ ছাড়েন।

অবশ্য রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদের। প্রথম ওভারের তৃতীয় বলেই ওকসের শিকারে পরিণত হন মার্টিন গাপটিল। মাত্র ৪ রান করে ফেরেন তিনি। এরপর তৃতীয় ওভারের চতুর্থ বলে অধিনায়ক কেন উইলিয়ামসনকেও ফেরান ওকস। অধিনায়ক করে যান মাত্র ৫ রান।

১৩ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়া নিউ জিল্যান্ডকে এরপর টেনে তোলেন ডেভন কনওয়ে ও ডারিল মিচেল। তারা দুজন তৃতীয় উইকেটে তোলেন ৬৭ বলে ৮২ রান। এরপর দলীয় ৯৫ রানের মাথায় ৩৮ বলে ৪৬ রান করে আউট হন কনওয়ে। তাকে ফেরান লিয়াম লিভিংস্টন।

১০৭ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় নিউ জিল্যান্ড। এবার আউট হন গ্লেন ফিলিপস। ২ রানের বেশি করতে পারেননি তিনি। তাকেও ফেরান লিভিংস্টন।

ফিলিপস আউট হওয়ার পর ১৬ ওভার শেষে নিউ জিল্যান্ডের রান দাঁড়ায় ৪ উইকেটে ১১০। জয়ের জন্য শেষ চার ওভারে তাদের প্রয়োজন ছিল ২৪ বলে ৫৭ রান।

ক্রিস জর্ডানের করা ১৭তম ওভারে মিচেল ও জিমি নিশাম নেন ২৩ রান। অবশ্য পরের ওভারেই উইকেট হারায় উইলিয়ামসন বাহিনী। শেষ দুই ওভারে জয়ের জন্য ২০ রান প্রয়োজন ছিল নিউ জিল্যান্ডের। কিন্তু ১৯তম ওভারে ক্রিস ওকসের হাতে বল তুলে দেয় ইংল্যান্ড। সেট ব্যাটসম্যান মিচেল তার ওভারে দুটি ছক্কাসহ ২০ রান তুলে এক ওভার হাতে রেখেই নিউ জিল্যান্ডের জয় নিশ্চিত করেন।

তার আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬৬ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে মঈন আলীর ৩৭ বলে ৩ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫১ ও ডেভিড মালান ৩০ বলে ৪ চার ও ১ ছক্কায় করা ৪১ রান করেন।

বল হাতে নিউ জিল্যান্ডের টিম সাউদি, অ্যাডাম মিলনে, ইশ শোধি ও জিমি নিশাম ১টি করে উইকেট নেন।

বিজনেস আওয়ার/১১ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: