বিজনেস আওয়ার প্রতিবেদক : বুধবার (০৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে জনতা ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৫ টাকা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬.৫০ টাকায়। অর্থাৎ আজ জনতা ইন্স্যুরেন্সের শেয়ারের দর ১.৫০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, বিকন ফার্মার ৯.৯৩ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.৩৯ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৮.৪৯ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৭.৩৭ শতাংশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৬.৮৩ শতাংশ, ঢাকা ব্যাংকের ৬.৬৬ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৫৬ শতাংশ এবং জিকিউ বলপেনের শেয়ার দর ৬.২০ শতাংশ বেড়েছে।
বিজনেস আওয়ার/০৮ জুলাই, ২০২০/এস