বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘদিন ঘরবন্দি হয়ে আছেন জনপ্রিয় অভিনেতা শহীদুজ্জামান সেলিম। গত মাস থেকে ছোট পর্দার শুটিং শুরু হয়েছে। কেউ শুটিং করছেন। আবার কেউ কেউ ক্যামেরার সামনে দাড়াতে আরো সময় নিতে চান। তাদের মধ্যে শহীদুজ্জামান সেলিম একজন।
শুটিংয়ে ফেরা নিয়ে শহীদুজ্জামান সেলিম বলেন, দেশে করোনা পরিস্থিতিতে যারা সাচ্ছ্বন্দ্যবোধ করবে তাদের কাজ করতে সমস্যা নেই। আমি ভীতু প্রকৃতির মানুষ। তাই এখনো শুটিং করছি না। আমি এখনই রিস্ক নিতে চাই না। ঠিক কবে শুটিং করবো সেটিও নিশ্চিত করে বলতে পারছি না।
শহীদুজ্জামান সেলিম অভিনয় শিল্পী সংঘের সভাপতি। স্বাস্থ্যবিধি ও কিছু নিয়ম-নীতি মেনে শুটিং করার অনুমতি দেয় নাটকের অন্তঃসংগঠনগুলো। এই ক্ষেত্রে নিয়ম নীতি কেমন মানা হচ্ছে? এ প্রসঙ্গে তিনি বলেন, শুটিং স্পট তো পুরোপুরি পরিচালকের দখলে। সেখানে কেউ যদি নিয়ম না মানে তার নির্মাতা দেখবেন। আমাদের কাছে এখনো নিয়ম ভঙ্গের কোনো অভিযোগ আসেনি।
বিজনেস আওয়ার/০৮ জুলাই, ২০২০/এ