ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেনের ভাড়া বাড়ছে না

  • পোস্ট হয়েছে : ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • 40

বিজনেস আওয়ার প্রতিবেদক: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে বাস-লঞ্চে যাতায়াতে ভাড়া বাড়লেও আপাতত ট্রেনে ভাড়া বাড়ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশন পুনরায় চালুর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

তেলের মূল্যবৃদ্ধির ফলে ট্রেনে যাত্রার ব্যয় বৃদ্ধি পাবে কিনা, এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।’

তিনি বলেন, ‘আপনারা জানেন যে, রেল সরকারের ভর্তুতিতে চলে। সরকারকে রেলে অনেক ভর্তুকি দিতে হয়। কাজেই এরকম যদি হতো যে আমরা একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে চলছি এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে আমরা ক্ষতিগ্রস্থ হয়ে যাচ্ছি ব্যাপকভাবে, তাহলে হয়তো আমরা এটা চিন্তা করতে পারতাম।

‘যেহেতু সরকার এখানে ভর্তুকি দিচ্ছে, এখন হয়তো ১০ টাকার জায়গায় ১২টাকা ভর্তুকি দেয়া লাগবে এইটুকুই। এই কারণে আমরা আমাদের দিক থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। ভবিষ্যতে যদি সার্বিকভাবে এ ধরনের কোনো চিন্তাভাবনা করা হয়, তখন সেটা বিবেচনা করা যাবে। এই মুহূর্তে আমরা কোনো চিন্তা-ভাবনা করিনি।’

বিজনেস আওয়ার/ ১৩ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ট্রেনের ভাড়া বাড়ছে না

পোস্ট হয়েছে : ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে বাস-লঞ্চে যাতায়াতে ভাড়া বাড়লেও আপাতত ট্রেনে ভাড়া বাড়ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়ায় স্টেশন পুনরায় চালুর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

তেলের মূল্যবৃদ্ধির ফলে ট্রেনে যাত্রার ব্যয় বৃদ্ধি পাবে কিনা, এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।’

তিনি বলেন, ‘আপনারা জানেন যে, রেল সরকারের ভর্তুতিতে চলে। সরকারকে রেলে অনেক ভর্তুকি দিতে হয়। কাজেই এরকম যদি হতো যে আমরা একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে চলছি এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে আমরা ক্ষতিগ্রস্থ হয়ে যাচ্ছি ব্যাপকভাবে, তাহলে হয়তো আমরা এটা চিন্তা করতে পারতাম।

‘যেহেতু সরকার এখানে ভর্তুকি দিচ্ছে, এখন হয়তো ১০ টাকার জায়গায় ১২টাকা ভর্তুকি দেয়া লাগবে এইটুকুই। এই কারণে আমরা আমাদের দিক থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি। ভবিষ্যতে যদি সার্বিকভাবে এ ধরনের কোনো চিন্তাভাবনা করা হয়, তখন সেটা বিবেচনা করা যাবে। এই মুহূর্তে আমরা কোনো চিন্তা-ভাবনা করিনি।’

বিজনেস আওয়ার/ ১৩ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: