ঢাকা , বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ অভিনয় থেকে বিরতি নিলেন মেহজাবীন

  • পোস্ট হয়েছে : ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • 86

বিনোদন ডেস্ক: দেশীয় টেলিভিশনের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। তবে মেহজাবীন মানেই যেন রোমান্টিক গল্প ও মিষ্টি প্রেমের নাটক। গেল কয়েক বছরে এমনটাই রীতি হয়ে দাঁড়িয়েছে!

গত শুক্রবার (১২ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মেহজাবীন লিখেছেন, ‘প্রিয় সহকর্মী এবং পরিচালকবৃন্দ, আগামী দুই মাস সব ধরনের নাটকের শুটিং থেকে বিরত থাকব। আগামী জানুয়ারি থেকে আবার ভ্যালেন্টাইনের কাজ শুরু করতে পারব, আশা করছি।’

কাজের অতৃপ্তি থেকেই এমন স্ট্যাটাস দিয়েছেন জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এই নাট্যাঙ্গন আমার আপন জায়গা। এখানেই আমার বেড়ে ওঠা। কাউকে অসম্মান করে বলছি না। বেশ কিছুদিন ধরে যে ধরনের চিত্রনাট্য হাতে আসছে, যে ধরনের কাজ আসছে, সেগুলো খুব একটা পছন্দ হচ্ছে না। এ সময়ে এসে এখন গুছিয়ে কাজ করতে চাচ্ছি। আমার কাজের প্রেসার আছে। কমাতে চাই। আগামী ভ্যালেন্টাইনের কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি। এ কারণে লিখেছি, আগামী দুই মাস কাজ করব না।’

বিজনেস আওয়ার/ ১৫ নভেম্বর ২০২১/এএই

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

হঠাৎ অভিনয় থেকে বিরতি নিলেন মেহজাবীন

পোস্ট হয়েছে : ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

বিনোদন ডেস্ক: দেশীয় টেলিভিশনের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। তবে মেহজাবীন মানেই যেন রোমান্টিক গল্প ও মিষ্টি প্রেমের নাটক। গেল কয়েক বছরে এমনটাই রীতি হয়ে দাঁড়িয়েছে!

গত শুক্রবার (১২ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মেহজাবীন লিখেছেন, ‘প্রিয় সহকর্মী এবং পরিচালকবৃন্দ, আগামী দুই মাস সব ধরনের নাটকের শুটিং থেকে বিরত থাকব। আগামী জানুয়ারি থেকে আবার ভ্যালেন্টাইনের কাজ শুরু করতে পারব, আশা করছি।’

কাজের অতৃপ্তি থেকেই এমন স্ট্যাটাস দিয়েছেন জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এই নাট্যাঙ্গন আমার আপন জায়গা। এখানেই আমার বেড়ে ওঠা। কাউকে অসম্মান করে বলছি না। বেশ কিছুদিন ধরে যে ধরনের চিত্রনাট্য হাতে আসছে, যে ধরনের কাজ আসছে, সেগুলো খুব একটা পছন্দ হচ্ছে না। এ সময়ে এসে এখন গুছিয়ে কাজ করতে চাচ্ছি। আমার কাজের প্রেসার আছে। কমাতে চাই। আগামী ভ্যালেন্টাইনের কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি। এ কারণে লিখেছি, আগামী দুই মাস কাজ করব না।’

বিজনেস আওয়ার/ ১৫ নভেম্বর ২০২১/এএই

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: