বিজনেস আওয়ার প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলায় চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার অর্থ দণ্ড স্থগিত করা হয়েছে। সোমবার বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ এ আদেশ দেন।
১২ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৭ পৃথক ধারায় ৮ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় মামলা করা হয়। তার বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
বিজনেস আওয়ার/ ১৫ নভেম্বর ২০২১/এএইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: