ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়’

  • পোস্ট হয়েছে : ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
  • 26

বিজনেস আওয়ার প্রতিবেদক: সীমান্ত সুরক্ষায় কখনও কখনও নিজেদের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ) চালাতে বাধ্য হতে হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সীমান্তে কোনো প্রাণহাণী দিল্লি দেখতে চায়না বলেও তিনি জানান।

সোমবার (১৫ নভেম্বর) সকালে দিনাজপুর শহরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন তিনি। ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি।

এর আগে, বিক্রম কুমার দোরাইস্বামী ভারতের দেওয়া এক কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি হোক। এ জন্য বিএসএফকে নির্দেশনাও দেওয়া আছে। বিএসএফ কখনও কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না। কিন্তু সীমান্ত সুরক্ষায় কখনও কখনও নিজের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে গুলি চালাতে বাধ্য হতে হয়।

সীমান্তে হত্যাকাণ্ডকে দুই দেশের জন্য দুঃখজনক বিষয় উল্লেখ করে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘নিশ্চিতভাবে সীমান্তহত্যা উভয় দেশের জন্য দুঃখজনক এবং অপ্রত্যাশিত। ভারতীয় সীমান্তরক্ষীকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, যদি তাদের ওপর হামলার কোনও শঙ্কা না থাকে, তবে যেন সীমান্তে কোনও অবস্থাতেই গুলি না চালায়। আমরা কোনও দেশেই সীমান্ত হত্যা চাই না।’

বিজনেস আওয়ার/ ১৫ নভেম্বর ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়’

পোস্ট হয়েছে : ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: সীমান্ত সুরক্ষায় কখনও কখনও নিজেদের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ) চালাতে বাধ্য হতে হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সীমান্তে কোনো প্রাণহাণী দিল্লি দেখতে চায়না বলেও তিনি জানান।

সোমবার (১৫ নভেম্বর) সকালে দিনাজপুর শহরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন তিনি। ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি।

এর আগে, বিক্রম কুমার দোরাইস্বামী ভারতের দেওয়া এক কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত কখনোই চায় না সীমান্তে কোনো প্রাণহানি হোক। এ জন্য বিএসএফকে নির্দেশনাও দেওয়া আছে। বিএসএফ কখনও কোনো বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালায় না। কিন্তু সীমান্ত সুরক্ষায় কখনও কখনও নিজের আত্মরক্ষার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে গুলি চালাতে বাধ্য হতে হয়।

সীমান্তে হত্যাকাণ্ডকে দুই দেশের জন্য দুঃখজনক বিষয় উল্লেখ করে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘নিশ্চিতভাবে সীমান্তহত্যা উভয় দেশের জন্য দুঃখজনক এবং অপ্রত্যাশিত। ভারতীয় সীমান্তরক্ষীকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, যদি তাদের ওপর হামলার কোনও শঙ্কা না থাকে, তবে যেন সীমান্তে কোনও অবস্থাতেই গুলি না চালায়। আমরা কোনও দেশেই সীমান্ত হত্যা চাই না।’

বিজনেস আওয়ার/ ১৫ নভেম্বর ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: