ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যাকসিন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • 46

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও ভ্যাকসিন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে বর্তমান সরকার।

বুধবার (১৭ নভেম্বর) সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা আবির্ভাবের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ ভ্যাকসিন আবিষ্কার ও উৎপাদনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভ্যাকসিন নিয়ে অধিকতর গবেষণা ও উৎপাদনের প্রয়োজনীয়তা আরও বেশি অনুভূত হচ্ছে।’

গত ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চার বারের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন মারা যান। সংসদের রীতি অনুযায়ী তার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় এবং তার জীবনের ওপর আলোচনার পর সংসদ মুলতবি হয়।

বিজনেস আওয়ার/১৭ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভ্যাকসিন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

পোস্ট হয়েছে : ১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও ভ্যাকসিন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করছে বর্তমান সরকার।

বুধবার (১৭ নভেম্বর) সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা আবির্ভাবের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ ভ্যাকসিন আবিষ্কার ও উৎপাদনের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভ্যাকসিন নিয়ে অধিকতর গবেষণা ও উৎপাদনের প্রয়োজনীয়তা আরও বেশি অনুভূত হচ্ছে।’

গত ১৬ নভেম্বর টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চার বারের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন মারা যান। সংসদের রীতি অনুযায়ী তার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয় এবং তার জীবনের ওপর আলোচনার পর সংসদ মুলতবি হয়।

বিজনেস আওয়ার/১৭ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: