আগামী বছর ডিসেম্বরে মেট্রোরেল আংশিক চালুর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনের চতুর্থ দিন বুধবার প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী মেট্রোরেল মহাপ্রকল্পের অগ্রগতির কথা জানান।
প্রধানমন্ত্রী জানান, ঢাকা মহানগরী ও আশপাশের এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় ৬টি মেট্রোরেলের ১২৯.৯০১ কিলোমিটার দীর্ঘ শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
এর মধ্যে উড়ালপথ হবে ৬৮.৭২৯ কিলোমিটার। পাতালপথ হবে ৬১.১৭২ কিলোমিটার দীর্ঘ। মোট স্টেশন হবে ১০৫টি। এগুলোর মধ্যে উড়াল ৫২টি এবং পাতাল স্টেশন হবে ৫৩টি।
তিনি বলেন, ‘ঢাকা শহরে সাবওয়ে (আন্ডারগ্রাউন্ড মেট্রো) নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা চলছে। অক্টোবর পর্যন্ত সমীক্ষা প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮০ শতাংশ। সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে এলাইনমেন্ট চূড়ান্ত করে যথাসময়ে সাবওয়ে বাস্তবায়ন কাজ শুরু হবে।’
বিজনেস আওয়ার/ ১৭ নভেম্বর, ২০২১/এএইচ