বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার কমেডি অভিনেতা শামীনুরর রহমান ওরফে চিকন আলীকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে দাবি করেছে তার পরিবার।
তার স্ত্রী খুশি দাবি করেন, মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে রাজধানীর বনশ্রী এলকার বাসা থেকে গোয়েন্দা পুলিশের সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম তাকে নিয়ে যায়।
বুধবার সন্ধ্যায় চিকন আলীর সন্ধানের জন্য রাজধানীর এফডিসিতে শিল্পী সমিতির দ্বারস্থ হন খুশি।
তিনি বলেন, ডিবি অফিসে গিয়ে সারাদিন অপেক্ষা করেও স্বামীর খোঁজ তিনি পাননি। বাধ্য হয়ে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে এসেছেন।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান দেশের বাইরে আছেন। তিনি বিষয়টি জেনেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি মিডিয়া) মো. ফারুক হোসেন জানান, তিনি বিষয়টি জানেন না। ডিবির সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।
বিজনেস আওয়ার/ ১৭ নভেম্বর, ২০২১/এএইচ