ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাসে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • পোস্ট হয়েছে : ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • 46

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাসে হাফ পাসের দাবিতে রাজধানীর নীলক্ষেত, নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় তারা বিক্ষোভ করেন।

এসময় শিক্ষার্থীরা অবিলম্বে হাফ ভাড়া কার্যকর করাসহ তাদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেশ কয়েকটি গাড়িও আটক করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করা। কিন্তু হাফ পাস না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন পরিবহন শ্রমিকরা। এতে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। তাই অবিলম্বে বাসে হাফ পাস নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা।

বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষকরা। সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ, দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক সঞ্জয় বিশ্বাসসহ সিনিয়র শিক্ষকরা। এদিকে, শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন।

বিজনেস আওয়ার/১৮ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাসে হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পোস্ট হয়েছে : ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাসে হাফ পাসের দাবিতে রাজধানীর নীলক্ষেত, নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় তারা বিক্ষোভ করেন।

এসময় শিক্ষার্থীরা অবিলম্বে হাফ ভাড়া কার্যকর করাসহ তাদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেশ কয়েকটি গাড়িও আটক করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করা। কিন্তু হাফ পাস না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন পরিবহন শ্রমিকরা। এতে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। তাই অবিলম্বে বাসে হাফ পাস নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা।

বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের প্রস্তাব দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষকরা। সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ, দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক সঞ্জয় বিশ্বাসসহ সিনিয়র শিক্ষকরা। এদিকে, শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন।

বিজনেস আওয়ার/১৮ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: