ঢাকা , শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সব ধরণের ক্রিকেট থেকে বিদায় ভিলিয়ার্সের

  • পোস্ট হয়েছে : ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • 27

বিজনেস আওয়ার প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

২০০৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে ক্যারিয়ার শুরু করা ডি ভিলিয়ার্স সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এটা ছিল অসাধারণ যাত্রা, কিন্তু আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার বড় ভাইদের সঙ্গে বাড়ির উঠোনের ম্যাচগুলো থেকে শুরু করে আমি যতগুলো ম্যাচ খেলেছি, সবই খেলেছি বিশুদ্ধ আনন্দ ও সীমাহীন উৎসাহ নিয়ে। এই ৩৭ বছর বয়সে এসে, অগ্নিশিখা আর ততটা উজ্জ্বল নেই। এটাই বাস্তবতা, যা আমাকে মেনে নিতে হবে এবং এটা হঠাৎ করে মনে হতে পারে, সে কারণে আজ আমি এই ঘোষণা দিচ্ছি। আমার সময় ছিল।’

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে আইপিএল খেলছিলেন ডি ভিলিয়ার্স। এই দলটির জার্সিতেই শেষবার ক্রিকেট খেলতে দেখা গেল তাকে, যাদের সঙ্গে গত আসরে ১৫ ম্যাচে ৩১৩ রান করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিশ্বজুড়ে ছিল তার অবাধ বিচরণ। বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ, ভাইটালিটি ব্ল্যাস্ট, বিপিএল ও দেশের মাটিতে এমএসএল খেলেছেন। তবে সবচেয়ে বেশি খেলেছেন আইপিএল। ২০১১ সাল থেকে বেঙ্গালুরুতে খেলেছেন, ১৫৭ ম্যাচে ১৫৮.৩৩ স্ট্রাইক রেটে করেছেন ৪৫২২ রান।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডি ভিলিয়ার্স আরো লিখেছেন, ‘আমি প্রত্যেক সতীর্থ, প্রতিপক্ষ, কোচ, ফিজিও স্টাফ সদস্যদের ধন্যবাদ দিতে চাই, যারা একই পথে সফর করেছে এবং দক্ষিণ আফ্রিকা, ভারত কিংবা যেখানেই খেলেছি সবার যে সমর্থন পেয়েছি তাতে আমি সম্মানিত। শেষ কথা, আমি জানি আমার পরিবার- বাবা মা, ভাই, আমার স্ত্রী ড্যানিয়েল ও সন্তান যে ত্যাগ স্বীকার করেছে সেটা ছাড়া কিছুই সম্ভব হতো না। আমাদের জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য উন্মুখ আমি, যখন আমি সত্যিই তাদের সবার আগে রাখব।’

বিজনেস আওয়ার/১৯ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সব ধরণের ক্রিকেট থেকে বিদায় ভিলিয়ার্সের

পোস্ট হয়েছে : ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

২০০৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে ক্যারিয়ার শুরু করা ডি ভিলিয়ার্স সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এটা ছিল অসাধারণ যাত্রা, কিন্তু আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার বড় ভাইদের সঙ্গে বাড়ির উঠোনের ম্যাচগুলো থেকে শুরু করে আমি যতগুলো ম্যাচ খেলেছি, সবই খেলেছি বিশুদ্ধ আনন্দ ও সীমাহীন উৎসাহ নিয়ে। এই ৩৭ বছর বয়সে এসে, অগ্নিশিখা আর ততটা উজ্জ্বল নেই। এটাই বাস্তবতা, যা আমাকে মেনে নিতে হবে এবং এটা হঠাৎ করে মনে হতে পারে, সে কারণে আজ আমি এই ঘোষণা দিচ্ছি। আমার সময় ছিল।’

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে আইপিএল খেলছিলেন ডি ভিলিয়ার্স। এই দলটির জার্সিতেই শেষবার ক্রিকেট খেলতে দেখা গেল তাকে, যাদের সঙ্গে গত আসরে ১৫ ম্যাচে ৩১৩ রান করেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বিশ্বজুড়ে ছিল তার অবাধ বিচরণ। বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ, ভাইটালিটি ব্ল্যাস্ট, বিপিএল ও দেশের মাটিতে এমএসএল খেলেছেন। তবে সবচেয়ে বেশি খেলেছেন আইপিএল। ২০১১ সাল থেকে বেঙ্গালুরুতে খেলেছেন, ১৫৭ ম্যাচে ১৫৮.৩৩ স্ট্রাইক রেটে করেছেন ৪৫২২ রান।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডি ভিলিয়ার্স আরো লিখেছেন, ‘আমি প্রত্যেক সতীর্থ, প্রতিপক্ষ, কোচ, ফিজিও স্টাফ সদস্যদের ধন্যবাদ দিতে চাই, যারা একই পথে সফর করেছে এবং দক্ষিণ আফ্রিকা, ভারত কিংবা যেখানেই খেলেছি সবার যে সমর্থন পেয়েছি তাতে আমি সম্মানিত। শেষ কথা, আমি জানি আমার পরিবার- বাবা মা, ভাই, আমার স্ত্রী ড্যানিয়েল ও সন্তান যে ত্যাগ স্বীকার করেছে সেটা ছাড়া কিছুই সম্ভব হতো না। আমাদের জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য উন্মুখ আমি, যখন আমি সত্যিই তাদের সবার আগে রাখব।’

বিজনেস আওয়ার/১৯ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: