বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর আদাবর থেকে নিখোঁজ হওয়ার তিন বোনের সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা যশোরে অবস্থান করছে বলে নিশ্চিত হয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৯ নভেম্বর) রাতে র্যাবের সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এম এম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই তিনকে উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে।
পুলিশ এবং ওই তিন বোনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে আদাবরের শেখেরটেকে খালার বাসা থেকে বের হওয়ার পর আর তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় নিখোঁজদের খালা সাজেদা নওরিন জিডি করেছেন। বাসা থেকে বের হওয়ার সময় তাদের সঙ্গে মোবাইল ফোন ছিল না। তিনজনই টিকটকের সঙ্গে জড়িত ছিল।
ভুক্তভোগীদের খালা নওরিন গণমাধ্যমকে বলেছেন, ‘আমার বড় বোনের মৃত্যুর পর ভগ্নিপতিও বিয়ে করেছেন। এ কারণে খিলগাঁওয়ে ছোট বোনের বাসায় থাকত তারা। ধানমন্ডি গার্লস হাইস্কুলে তাদের পরীক্ষার সেন্টার ছিল। সে কারণে আদাবরে আমার বাসায় নিয়ে আসি। এর মধ্যেই তারা হঠাৎ কাউকে না বলে বাসা থেকে বেরিয়ে যায়।’
র্যাব জানায়, তিন বোন নিখোঁজের বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে র্যাব-২ ছায়াতদন্ত শুরু করে। নিখোঁজদের উদ্ধারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।
র্যাবের গোয়েন্দা তৎপরতায় জানা যায়, তারা পৈত্রিক নিবাস যশোরে বাবার সঙ্গে আছে। পরে মোবাইল ফোনে ভিডিও কল করে তাদের যশোরে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
বিজনেস আওয়ার/ ২০ নভেম্বর, ২০২১/এএইচ