বিজনেস আওয়ার প্রতিবেদক: দুই মাস আগেই চলতি বছরের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বাংলাদেশ চা বোর্ড। ২০২১ সালে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ কোটি ৭৭ লাখ ৮০ হাজার কেজি চা। অক্টোবরের মধ্যে উৎপাদন হয়েছে ৭ কোটি ৯৩ লাখ ৩০ হাজার কেজি। ১৬৭টি চা-বাগান ও ক্ষুদ্রায়তন চা-বাগান থেকে এই পরিমাণ চা উৎপাদন হয়েছে।
চা বোর্ডের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টেই উৎপাদন হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার কেজি চা; যা রেকর্ড। ২০২০ সালের অক্টোবরে ১ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ও ২০১৯ সালের অক্টোবরে উৎপাদন হয়েছিল ১ কোটি ৩৪ লাখ ৭ হাজার কেজি চা।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালে ৮ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ও ২০১৯ সালে উৎপাদিত হয়েছিল ৯ কোটি ৬০ লাখ ৬৯ হাজার কেজি।
অনুকূল আবহাওয়া, সরকারের সহায়তা, বাণিজ্য মন্ত্রণালয় ও চা বোর্ডের পর্যবেক্ষণ, মালিক ও শ্রমিকদের নিরলস প্রচেষ্টায় উৎপাদন বেড়েছে বলে জানিয়েছে খাতসংশ্লিষ্টরা।
লন্ডনভিত্তিক ‘ইন্টারন্যাশনাল টি কমিটি’ প্রকাশিত সবশেষ প্রতিবেদন অনুযায়ী, চা উৎপাদনে শীর্ষ দেশ চীন। দ্বিতীয় অবস্থানে ভারত। এই তালিকায় নবম স্থানে বাংলাদেশ।
বিজনেস আওয়ার/ ২০ নভেম্বর, ২০২১/এএইচ