ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগের হুমকি বিএনপি এমপিদের

  • পোস্ট হয়েছে : ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • 33

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যেতে না দেয়ার কারণে উন্নত চিকিৎসার অভাবে কিছু হয়ে গেলে দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির সংসদ সদস্যরা। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার হুমকিও দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত এমপিরা। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তির জন্য তারা রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে আজ রোববার (২১ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিএনপির এমপিরা।

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, ‘আমাদের সংসদ থেকে বেরিয়ে যেতে বাধ্য করবেন না।’

তিনি আরও বলেন, “আমাদের দাবি ন্যায়সংগত। এ দাবি মানা না হলে আমরা জাতীয় সংসদে থাকবো কি না, সেটি চিন্তাভাবনা করবো। খালেদা জিয়া মুক্তি পেলে সারা দেশের মানুষ উজ্জীবিত হবে, এটি জেনে সরকার তাকে মুক্তি দিচ্ছে না। জাতীয় সংসদে আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী যেভাবে পেছন ফিরে ‘ডিকটেড’ করেছেন, তা লজ্জাকর। আর আইনমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দেন, তা হাস্যকর।”

সংরক্ষিত আসন থেকে নির্বাচিত রুমিন ফারহানা বলেন, ‘খালেদা জিয়াকে সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে। দেশে আইনের শাসন থাকলে খালেদা জিয়া এমনিতেই জামিন পেতেন। এখনো ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিচ্ছেন, তা সর্বৈব মিথ্যা অপব্যাখ্যা।’

বিজনেস আওয়ার/ ২১ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পদত্যাগের হুমকি বিএনপি এমপিদের

পোস্ট হয়েছে : ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যেতে না দেয়ার কারণে উন্নত চিকিৎসার অভাবে কিছু হয়ে গেলে দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির সংসদ সদস্যরা। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার হুমকিও দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত এমপিরা। একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তির জন্য তারা রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে আজ রোববার (২১ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিএনপির এমপিরা।

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, ‘আমাদের সংসদ থেকে বেরিয়ে যেতে বাধ্য করবেন না।’

তিনি আরও বলেন, “আমাদের দাবি ন্যায়সংগত। এ দাবি মানা না হলে আমরা জাতীয় সংসদে থাকবো কি না, সেটি চিন্তাভাবনা করবো। খালেদা জিয়া মুক্তি পেলে সারা দেশের মানুষ উজ্জীবিত হবে, এটি জেনে সরকার তাকে মুক্তি দিচ্ছে না। জাতীয় সংসদে আইনমন্ত্রীকে প্রধানমন্ত্রী যেভাবে পেছন ফিরে ‘ডিকটেড’ করেছেন, তা লজ্জাকর। আর আইনমন্ত্রী যেভাবে ব্যাখ্যা দেন, তা হাস্যকর।”

সংরক্ষিত আসন থেকে নির্বাচিত রুমিন ফারহানা বলেন, ‘খালেদা জিয়াকে সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে। দেশে আইনের শাসন থাকলে খালেদা জিয়া এমনিতেই জামিন পেতেন। এখনো ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিচ্ছেন, তা সর্বৈব মিথ্যা অপব্যাখ্যা।’

বিজনেস আওয়ার/ ২১ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: