ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নয় কোম্পানির ৪১৮ কোটি টাকা মুনাফা সত্ত্বেও শেয়ারহোল্ডারদের দেবে না ১ টাকা

  • পোস্ট হয়েছে : ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও সম্প্রতি ৯ কোম্পানির পরিচালনা পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিগুলোকে শাস্তির আওতায় পড়তে হবে। যে কোম্পানিগুলোর ৪১৮ কোটি টাকা মুনাফা সত্ত্বেও শেয়ারহোল্ডারদের মাঝে ১ টাকাও বিতরন করা হবে না।

কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজিস, কে অ্যান্ড কিউ, ন্যাশনাল ব্যাংক, মেট্রো স্পিনিং, ড্রাগণ সোয়েটার, কাশেম ইন্ডাস্ট্রিজ ও সিভিও পেট্রো কেমিক্যাল।

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

এই বিধান সত্ত্বেও গত ২৩ জুন থেকে ২১ নভেম্বর পর্যন্ত সময়ে ৯ কোম্পানি পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় (ন্যাশনাল ব্যাংক ২০২০ সালের ব্যবসায়) শেয়ারহোল্ডারদের শুধুমাত্র বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ১৯৮ কোটি ২২ লাখ ৩০ হাজার ৫১০ টাকার বোনাস শেয়ার দেবে।

বিধান অনুযায়ি, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় কোম্পানিগুলোকে ১৯৮ কোটি ২২ লাখ ৩০ হাজার ৫১০ টাকার উপরে ১০ শতাংশ হারে ১৯ কোটি ৮২ লাখ ২৩ হাজার ৫১ টাকার অতিরিক্ত কর প্রদান করতে হবে।

এদিকে বোনাস শেয়ারের ক্ষেত্রে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও কঠোর অবস্থানে। বিএসইসির গত ৫ সেপ্টেম্বরের নির্দেশনা অনুযায়ি, তালিকাভুক্ত কোম্পানিগুলো বিএমআরই (ব্যালেন্সিং, মডার্ণাইজেশন, রিহেবিলিটেশন ও এক্সপানশন), নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন ও পূণ:বিনিয়োগের জন্য বোনাস শেয়ার ইস্যু করতে পারবে। এছাড়া বোনাস শেয়ার ইস্যুর আগে বিএসইসির অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে।

নিম্নে শুধু বোনাস শেয়ার ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নামবোনাসের হারবোনাসের শেয়ারের সংখ্যামুনাফা/লোকসান (কোটি টাকা)
ন্যাশনাল ফিড১% বোনাস৯২৪৩৭০১.৬৬
আমরা নেটওয়ার্ক১০% বোনাস৫৬২২৩৬৮১২.০৩
আমরা টেকনোলজিস১০% বোনাস৫৮১৩৭৮৬৮.৪৩
কে অ্যান্ড কিউ৫% বোনাস২৪৫১২৭০.৪৫
ন্যাশনাল ব্যাংক৫% বোনাস১৫৩৩২০৯৩২৩৬১.৮৪
মেট্রো স্পিনিং৫% বোনাস৩০৮৪৯১৪৬.১১
ড্রাগণ সোয়েটার১০% বোনাস২০০৭৫৫৫০২৪.৪৯
কাশেম ইন্ডাস্ট্রিজ১০% বোনাস৬৬১১৫০৪৯.১৯
সিভিও পেট্রো কেমিক্যাল১০% বোনাস২৫২৪৫০০(৬.২৯)
মোট ১৯৮২২৩০৫১টি৪১৭.৯১ কোটি টাকা

এ বিষয়ে জানতে চাইলে মেট্রো স্পিনিংয়ের সচিব মোজাম্মেল হক বিজনেস আওয়ারকে বলেন, লভ্যাংশের সিদ্ধান্ত পর্ষদ নিয়েছে। তবে সেটি বার্ষিক সাধারন সভায় (এজিএম) পরিবর্তনের সুযোগ আছে। শেয়ারহোল্ডাররা না চাইলে দেওয়া হবে না।

আরও পড়ুন….
‘নো’ ডিভিডেন্ড ঘোষণা ৩৮ কোম্পানির : লোকসান ১৩৬২ কোটি টাকা

বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

2 thoughts on “নয় কোম্পানির ৪১৮ কোটি টাকা মুনাফা সত্ত্বেও শেয়ারহোল্ডারদের দেবে না ১ টাকা

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নয় কোম্পানির ৪১৮ কোটি টাকা মুনাফা সত্ত্বেও শেয়ারহোল্ডারদের দেবে না ১ টাকা

পোস্ট হয়েছে : ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও সম্প্রতি ৯ কোম্পানির পরিচালনা পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিগুলোকে শাস্তির আওতায় পড়তে হবে। যে কোম্পানিগুলোর ৪১৮ কোটি টাকা মুনাফা সত্ত্বেও শেয়ারহোল্ডারদের মাঝে ১ টাকাও বিতরন করা হবে না।

কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজিস, কে অ্যান্ড কিউ, ন্যাশনাল ব্যাংক, মেট্রো স্পিনিং, ড্রাগণ সোয়েটার, কাশেম ইন্ডাস্ট্রিজ ও সিভিও পেট্রো কেমিক্যাল।

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

এই বিধান সত্ত্বেও গত ২৩ জুন থেকে ২১ নভেম্বর পর্যন্ত সময়ে ৯ কোম্পানি পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় (ন্যাশনাল ব্যাংক ২০২০ সালের ব্যবসায়) শেয়ারহোল্ডারদের শুধুমাত্র বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ১৯৮ কোটি ২২ লাখ ৩০ হাজার ৫১০ টাকার বোনাস শেয়ার দেবে।

বিধান অনুযায়ি, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় কোম্পানিগুলোকে ১৯৮ কোটি ২২ লাখ ৩০ হাজার ৫১০ টাকার উপরে ১০ শতাংশ হারে ১৯ কোটি ৮২ লাখ ২৩ হাজার ৫১ টাকার অতিরিক্ত কর প্রদান করতে হবে।

এদিকে বোনাস শেয়ারের ক্ষেত্রে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও কঠোর অবস্থানে। বিএসইসির গত ৫ সেপ্টেম্বরের নির্দেশনা অনুযায়ি, তালিকাভুক্ত কোম্পানিগুলো বিএমআরই (ব্যালেন্সিং, মডার্ণাইজেশন, রিহেবিলিটেশন ও এক্সপানশন), নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন ও পূণ:বিনিয়োগের জন্য বোনাস শেয়ার ইস্যু করতে পারবে। এছাড়া বোনাস শেয়ার ইস্যুর আগে বিএসইসির অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে।

নিম্নে শুধু বোনাস শেয়ার ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নামবোনাসের হারবোনাসের শেয়ারের সংখ্যামুনাফা/লোকসান (কোটি টাকা)
ন্যাশনাল ফিড১% বোনাস৯২৪৩৭০১.৬৬
আমরা নেটওয়ার্ক১০% বোনাস৫৬২২৩৬৮১২.০৩
আমরা টেকনোলজিস১০% বোনাস৫৮১৩৭৮৬৮.৪৩
কে অ্যান্ড কিউ৫% বোনাস২৪৫১২৭০.৪৫
ন্যাশনাল ব্যাংক৫% বোনাস১৫৩৩২০৯৩২৩৬১.৮৪
মেট্রো স্পিনিং৫% বোনাস৩০৮৪৯১৪৬.১১
ড্রাগণ সোয়েটার১০% বোনাস২০০৭৫৫৫০২৪.৪৯
কাশেম ইন্ডাস্ট্রিজ১০% বোনাস৬৬১১৫০৪৯.১৯
সিভিও পেট্রো কেমিক্যাল১০% বোনাস২৫২৪৫০০(৬.২৯)
মোট ১৯৮২২৩০৫১টি৪১৭.৯১ কোটি টাকা

এ বিষয়ে জানতে চাইলে মেট্রো স্পিনিংয়ের সচিব মোজাম্মেল হক বিজনেস আওয়ারকে বলেন, লভ্যাংশের সিদ্ধান্ত পর্ষদ নিয়েছে। তবে সেটি বার্ষিক সাধারন সভায় (এজিএম) পরিবর্তনের সুযোগ আছে। শেয়ারহোল্ডাররা না চাইলে দেওয়া হবে না।

আরও পড়ুন….
‘নো’ ডিভিডেন্ড ঘোষণা ৩৮ কোম্পানির : লোকসান ১৩৬২ কোটি টাকা

বিজনেস আওয়ার/২২ নভেম্বর, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: