ঢাকা , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

২৬৬ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিচ্ছে জাপান

  • পোস্ট হয়েছে : ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • 30

বিজনেস আওয়ার প্রতিবেদক: পাতাল রেল নির্মাণ, বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও করোনা মহামরি প্রতিরোধে বাজেট সহায়তাসহ বাংলাদেশকে ২৬৬ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিচ্ছে জাপান। বর্তমান বিনিময়হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ২৩ হাজার কোটি টাকা।

সোমবার বাংলাদেশ সরকার ও জাপানের মধ্যে এ সংক্রান্ত ঋণ চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মিজ ফাতিমা ইয়াসমিন ও জাপান সরকারের পক্ষে বাংলাদেশের জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টটিভ মি. ইয়াহো হাওয়া কাওয়া চুক্তিতে সই করেন।

এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম ‍মুস্তফা কামাল ও বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মি. ইতো নাওকি।

ইআরডির কর্মকর্তারা জানিয়েছেন, এই অর্থ মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন, ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেল লাইন-১ (পাতাল রেল) নির্মাণ ও করোনা মহামারি মোকাবিলায় দেশের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যয় করা হবে।

কম সুদে ও সহজশর্তে এই ঋণ দিচ্ছে জাপান। ঋণের সুদ হার শূন্য দশমিক ৬০ শতাংশ, পরামর্শক ফি শূন্য দশমিক এক শতাংশ এবং এককালীন ফি শূন্য দশমিক ২ শতাংশ।

দশ বছর গ্রেস পিরিয়িডসহ ৩০ বছরে এই ঋণ পরিশোধযোগ্য। বাজেটে সহায়তা বাবদ যে ঋণ পাওয়া যাবে, এর সুদ হার শূন্য দশমিক ৫৫ শতাংশ।

চুক্তি স্বাক্ষর শেষে অর্থমন্ত্রী আ হ ম ‍মুস্তফা কামাল বলেন, ‘জাপান বাংলাদেশের পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু দেশ। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৩ সালের ঐতিহাসিক জাপান সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়। এটি ছিল অংশীদারত্বের সূচনা, যা দিনে দিনে শক্তিশালী হয়েছে।’

বিজনেস আওয়ার/ ২২ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

২৬৬ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিচ্ছে জাপান

পোস্ট হয়েছে : ০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: পাতাল রেল নির্মাণ, বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও করোনা মহামরি প্রতিরোধে বাজেট সহায়তাসহ বাংলাদেশকে ২৬৬ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিচ্ছে জাপান। বর্তমান বিনিময়হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ২৩ হাজার কোটি টাকা।

সোমবার বাংলাদেশ সরকার ও জাপানের মধ্যে এ সংক্রান্ত ঋণ চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মিজ ফাতিমা ইয়াসমিন ও জাপান সরকারের পক্ষে বাংলাদেশের জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টটিভ মি. ইয়াহো হাওয়া কাওয়া চুক্তিতে সই করেন।

এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম ‍মুস্তফা কামাল ও বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মি. ইতো নাওকি।

ইআরডির কর্মকর্তারা জানিয়েছেন, এই অর্থ মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন, ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেল লাইন-১ (পাতাল রেল) নির্মাণ ও করোনা মহামারি মোকাবিলায় দেশের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যয় করা হবে।

কম সুদে ও সহজশর্তে এই ঋণ দিচ্ছে জাপান। ঋণের সুদ হার শূন্য দশমিক ৬০ শতাংশ, পরামর্শক ফি শূন্য দশমিক এক শতাংশ এবং এককালীন ফি শূন্য দশমিক ২ শতাংশ।

দশ বছর গ্রেস পিরিয়িডসহ ৩০ বছরে এই ঋণ পরিশোধযোগ্য। বাজেটে সহায়তা বাবদ যে ঋণ পাওয়া যাবে, এর সুদ হার শূন্য দশমিক ৫৫ শতাংশ।

চুক্তি স্বাক্ষর শেষে অর্থমন্ত্রী আ হ ম ‍মুস্তফা কামাল বলেন, ‘জাপান বাংলাদেশের পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু দেশ। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭৩ সালের ঐতিহাসিক জাপান সফরের মাধ্যমে বাংলাদেশ-জাপান সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়। এটি ছিল অংশীদারত্বের সূচনা, যা দিনে দিনে শক্তিশালী হয়েছে।’

বিজনেস আওয়ার/ ২২ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: