ঢাকা , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুগদায় অগ্নিদগ্ধ মা-ছেলের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • 26

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ মা-ছেলে মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন- প্রিয়াঙ্কা (৩০) ও তার ছেলে অরূপ (৫)। এ ঘটনায় দগ্ধ প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু (৩৬) ও মা শেফালী (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে অরূপ মারা যায়। আর প্রিয়াঙ্কা মারা গেছেন মধ্যরাতে। দুজনেরই মরদেহ ময়নাতদন্তের জন্য বার্ন ইউনিটের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, গতকাল ২২ নভেম্বর সকালে মুগদার মাদবর গলি এলাকায় একটি বাসার পাঁচতলা ভবনের নিচতলায় রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে একই পরিবারের চার জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, আগুনে অরূপের শরীরের ৬৭ শতাংশ, প্রিয়াঙ্কার ৭২ শতাংশ, সুধাংশের ২৫ ও শেফালীর ৩৫ শতাংশ দগ্ধ হয়। হাসপাতালে ভর্তি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

বিজনেস আওয়ার/২৩ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মুগদায় অগ্নিদগ্ধ মা-ছেলের মৃত্যু

পোস্ট হয়েছে : ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ মা-ছেলে মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন- প্রিয়াঙ্কা (৩০) ও তার ছেলে অরূপ (৫)। এ ঘটনায় দগ্ধ প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু (৩৬) ও মা শেফালী (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে অরূপ মারা যায়। আর প্রিয়াঙ্কা মারা গেছেন মধ্যরাতে। দুজনেরই মরদেহ ময়নাতদন্তের জন্য বার্ন ইউনিটের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, গতকাল ২২ নভেম্বর সকালে মুগদার মাদবর গলি এলাকায় একটি বাসার পাঁচতলা ভবনের নিচতলায় রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে একই পরিবারের চার জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, আগুনে অরূপের শরীরের ৬৭ শতাংশ, প্রিয়াঙ্কার ৭২ শতাংশ, সুধাংশের ২৫ ও শেফালীর ৩৫ শতাংশ দগ্ধ হয়। হাসপাতালে ভর্তি দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

বিজনেস আওয়ার/২৩ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: