ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গি সালেহীনের ফাঁসি বহাল

  • পোস্ট হয়েছে : ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • 27

বিজনেস আওয়ার প্রতিবেদক: একটি হত্যা মামলায় শীর্ষ জঙ্গি সালাউদ্দিন সালেহীনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এই মামলার অপর আসামি জঙ্গি রাকিব মারা যাওয়ায় তার আপিলটি অকার্যকর বলে ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

মামলার শুনাতিতে আপিল বিভাগ বলেন, ‘কোনো পলাতক আসামি আইনের আশ্রয় পেতে পারে না।’

এর আগে কারাগারে থাকা অবস্থায় প্রচলিত বিচার ব্যবস্থা অস্বীকার করে সুপ্রিম কোর্টে চিঠিও পাঠিয়েছিলেন জঙ্গি সালেহীন। ২০০৬ সালে সালেহীন কারাগারে আটক থাকা অবস্থায় ওই চিঠি দিয়েছিলেন।

২০১৫ সালে টাঙ্গাইলে অন্য একটি মামলায় হাজিরা দিতে নিয়ে যাওয়ার সময় তাকে ত্রিশালে প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয়া হয়। তখন থেকে তিনি পলাতক।

২০০৪ সালে জামালপুরের গণি গোমেজকে হত্যা করেন জেএমবির জঙ্গিরা। ওই মামলায় ২০০৬ সালে সালেহীন ও রাকিবকে গ্রেপ্তার দেখানো হয়। ওই বছরই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ১ তাদের মৃত্যুদণ্ড দেন। পরে ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিল করেন

বিজনেস আওয়ার/ ২৩ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জঙ্গি সালেহীনের ফাঁসি বহাল

পোস্ট হয়েছে : ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: একটি হত্যা মামলায় শীর্ষ জঙ্গি সালাউদ্দিন সালেহীনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এই মামলার অপর আসামি জঙ্গি রাকিব মারা যাওয়ায় তার আপিলটি অকার্যকর বলে ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

মামলার শুনাতিতে আপিল বিভাগ বলেন, ‘কোনো পলাতক আসামি আইনের আশ্রয় পেতে পারে না।’

এর আগে কারাগারে থাকা অবস্থায় প্রচলিত বিচার ব্যবস্থা অস্বীকার করে সুপ্রিম কোর্টে চিঠিও পাঠিয়েছিলেন জঙ্গি সালেহীন। ২০০৬ সালে সালেহীন কারাগারে আটক থাকা অবস্থায় ওই চিঠি দিয়েছিলেন।

২০১৫ সালে টাঙ্গাইলে অন্য একটি মামলায় হাজিরা দিতে নিয়ে যাওয়ার সময় তাকে ত্রিশালে প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেয়া হয়। তখন থেকে তিনি পলাতক।

২০০৪ সালে জামালপুরের গণি গোমেজকে হত্যা করেন জেএমবির জঙ্গিরা। ওই মামলায় ২০০৬ সালে সালেহীন ও রাকিবকে গ্রেপ্তার দেখানো হয়। ওই বছরই ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ১ তাদের মৃত্যুদণ্ড দেন। পরে ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা আপিল করেন

বিজনেস আওয়ার/ ২৩ নভেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: