ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ২৭ অভিবাসী নিহত

  • পোস্ট হয়েছে : ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকা ডুবে ২৭ জন অভিবাসী মারা গেছেন। এর মধ্যে ৫ নারী ও একটি শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিবিসি জানায়, ফ্রান্সের কালাই উপকূলের কাছে বুধবার সন্ধ্যার পর নৌকাটি ডুবে যায়। ২০১৪ সালের পর থেকে এটি এই চ্যানেলে দুর্ঘটনায় ‌‘সবচেয়ে বেশি প্রাণহানির’ ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

যুক্তরাজ্য ও ফ্রান্সের কর্তৃপক্ষ ইংলিশ চ্যানেলে নৌযান এবং বিমানের মাধ্যমে উদ্ধারকাজ চালাচ্ছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, নৌকাটিতে ৩৩ জন অভিবাসী ছিলেন। এর মধ্যে দুই জনকে উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া নৌকাটিতে থাকা অভিবাসন প্রত্যাশীরা মানবপাচারকারী চক্রের মাধ্যমে ফ্রান্স থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যাচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন জানিয়েছেন, ফ্রান্সের পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৪জন সন্দেহভাজন মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে।

বিজনেস আওয়ার/২৫ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ২৭ অভিবাসী নিহত

পোস্ট হয়েছে : ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্য যাওয়ার পথে নৌকা ডুবে ২৭ জন অভিবাসী মারা গেছেন। এর মধ্যে ৫ নারী ও একটি শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিবিসি জানায়, ফ্রান্সের কালাই উপকূলের কাছে বুধবার সন্ধ্যার পর নৌকাটি ডুবে যায়। ২০১৪ সালের পর থেকে এটি এই চ্যানেলে দুর্ঘটনায় ‌‘সবচেয়ে বেশি প্রাণহানির’ ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

যুক্তরাজ্য ও ফ্রান্সের কর্তৃপক্ষ ইংলিশ চ্যানেলে নৌযান এবং বিমানের মাধ্যমে উদ্ধারকাজ চালাচ্ছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানান, নৌকাটিতে ৩৩ জন অভিবাসী ছিলেন। এর মধ্যে দুই জনকে উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া নৌকাটিতে থাকা অভিবাসন প্রত্যাশীরা মানবপাচারকারী চক্রের মাধ্যমে ফ্রান্স থেকে অবৈধভাবে যুক্তরাজ্যে যাচ্ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ডারমানিন জানিয়েছেন, ফ্রান্সের পুলিশ এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৪জন সন্দেহভাজন মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে।

বিজনেস আওয়ার/২৫ নভেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: