আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল ছড়িয়ে পড়া প্রানঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ লাখ ৬০ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মৃতের শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশোটিতে মৃত্যু হয়েছে এক লাখ ৩৬ হাজার ৪৩১ জনের। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে এর মধ্যে ৬৯ হাজার ৪০৬ জনের মৃত্যু হয়েছে। ভারতে ২২ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৩৮ জনে। মেক্সিকোতে করোনায় মৃত্যু হয়েছে ৩৪ হাজার ১৯১ জনের। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাংলাদেশে ২ হাজার ২৭৫ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাসের সংক্রমণ। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।
বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২০/এ