বিজনেস আওয়ার প্রতিবেদক : পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশ চার উইকেট হারিয়ে ২৫৩ রান করেছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ব্যাট হাতে প্রথম সেশনে চার উইকেট হারিয়ে বিপদে পরে বাংলাদেশ। পরে লিটন দাস আর মুশফিকুর রহিমের উপর ভর করে প্রথম দিন আর কোনো উইকেট না হারিয়ে ২৫৩ রান তুলতে সক্ষম হয় লাল-সবুজের দর।
লিটন দাস টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পান। প্রথম দিন শেষে লিটন দাস ১১৩ আর মুশফিকুর রহিম ৮২ রান করেছে।
দলের পক্ষে সাদমাদ ইসলাম ১৪, সাইফ হোসেন ১৪, নাজমুল হোসাইন ১৪ এবং মুমিনুল হক ৬ রান করেন।
পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি, হাসান আলী, ফাহিম আশরাফ এবং সাজিদ খান একটি করে উইকেট নেন।
বিজনেস আওয়ার/২৬ নভেম্বর, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: