বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ লাখ ১২ হাজার ৯৫৩ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ২১৪ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৬০ লাখ ৭৪ হাজার ৪৭৭ জন। রবিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৬৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯৯ হাজার ৩১২ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৭২ হাজার ৫২৩ জনের। মারা গেছেন ৪ লাখ ৬৮ হাজার ৫৫৪ জন। আর ব্রাজিলে ২ কোটি ২০ লাখ ৭৬ হাজার ৮৬৩ জনের। মারা গেছেন ৬ লাখ ১৪ হাজার ২৩৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২৮ নভেম্বর, ২০২১/কমা