বিজনেস আওয়ার প্রতিবেদক : একদিনের ব্যবধানে বিশ্বে করোনায় আরো সাড়ে ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বুধবার (০১ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ লাখ ৩৩ হাজার ৩৩৬ জন। গতকাল এই সংখ্যা ছিল ৫২ লাখ ২৪ হাজার ৮২০ জনে। অর্থাৎ একদিনের ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৮ হাজার ৫১৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৬১২ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ৮৯০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৯৪ লাখ ২৮ হাজার ৯১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৩ হাজার ৪৫ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭৭৬ জনের। মারা গেছেন ৪ লাখ ৬৯ হাজার ২৪৭ জন। আর ব্রাজিলে ২ কোটি ২০ লাখ ৯৪ হাজার ৪৫৯ জনের। মারা গেছেন ৬ লাখ ১৪ হাজার ৭৫৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/০১ ডিসেম্বর, ২০২১/কমা