বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজশাহীতে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার আহমদনগর ও জেলার গোদাগাড়ী উপজেলার বাসলিতলা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। দুটি বাস দুটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই এ তিনজনের মৃত্যু হয়।
গোদাগাড়ীতে নিহত দুজন হলেন-সাজু মিয়া (৩২) ও তাঁর ছেলে আব্দুল্লাহ আল আলিফ (৭)। সাজু মিয়া দীপশিখা নামের একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে। চাকরির কারণে সাজু গোদাগাড়ীতে পরিবার নিয়ে থাকতেন।
নগরীতে নিহত ব্যক্তির নাম নাজমুল ইসলাম (২৯)। রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজারে তার বাড়ি। পেশায় একজন গ্রাম্য চিকিৎসক ছিলেন নাজমুল।
স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে শহরে ঢুকছিলেন নাজমুল। তখন দ্রুতগতির একটি বাস নাজমুলের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়।
এদিকে গোদাগাড়ী থানার ওসি কামরুল হাসান জানান, সকাল ৯টার দিকে ছেলে আলিফকে স্কুলে নিয়ে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উঠছিলেন সাজু মিয়া। তখন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টো দিকে গিয়ে সাজু মিয়ার মোটরসাইকেলকে চাপা দেয়। এরপর বাসটি রাস্তার পাশে দুটি গাছে ধাক্কা লেগে থেমে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। বাসটিও দুমড়ে-মুচড়ে যায়।
বিজনেস আওয়ার/০২ ডিসেম্বর, ২০২১/এএইচ