বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ পৌঁছেছে মালয়েশিয়ায়। প্রথমবারের মতো এক তরুণীর শরীরে করোনার নতুন এই ধরন শনাক্ত হয়েছে। এদিকে করোনার এ ধরন ঠেকাতে আফ্রিকার ৮ দেশের নাগরিকদের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
শুক্রবার (৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী খায়রি জামালউদ্দীন বলেন, ১৯ বছর বয়সী এক তরুণীর শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। ওই তরুণী গত মাসের ১৯ তারিখ দক্ষিণ আফ্রিকা থেকে সিঙ্গাপুর হয়ে দেশে ফেরেন।
তিনি আরো বলেন, স্থানীয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী আগেই করোনার পূর্ণ ডোজের টিকা নিয়েছেন।
এদিকে ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে এমন দেশগুলো থেকে মালয়েশিয়াতে যাতে কেউ আসতে না পারেন সেজন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।
স্বাস্থ্যমন্ত্রী জামালউদ্দীন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন আক্রান্ত মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে। আর তাই আপাতত আফ্রিকার আটটি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে প্রয়োজন হলে নেদারল্যান্ডস ও ব্রিটেনসহ অন্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা জারি করা হবে। সূত্র: রয়টার্স।
বিজনেস আওয়ার/০৩ ডিসেম্বর, ২০২১/কমা