ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

  • পোস্ট হয়েছে : ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • 52

বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রামে খুলশী থানার ঝাউতলা ক্রসিংয়ে রেললাইনের ওপরে থাকা বাস, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ডেমু ট্রেনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। আজ শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজন ট্রাফিক পুলিশ রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁর নাম মনির। নিহত আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তিদের পরিচয়ও জানা যায়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রেললাইনের ওপরে বাস, অটোরিকশা উঠে পড়ে। এ সময় ডেমু ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানে একটি টেম্পোও ছিল। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আরাফাতুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের মধ্যে একজন ট্রাফিক পুলিশ রয়েছেন। সিএনজিচালিত অটোরিকশা রেললাইনের ওপর উঠে এলে সেটিকে থামানোর চেষ্টা করার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

আরাফাতুল ইসলাম আরও জানান, উদ্ধার করা দুটি লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিজনেস আওয়ার/০৪ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

পোস্ট হয়েছে : ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রামে খুলশী থানার ঝাউতলা ক্রসিংয়ে রেললাইনের ওপরে থাকা বাস, সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ডেমু ট্রেনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। আজ শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজন ট্রাফিক পুলিশ রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁর নাম মনির। নিহত আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ব্যক্তিদের পরিচয়ও জানা যায়নি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রেললাইনের ওপরে বাস, অটোরিকশা উঠে পড়ে। এ সময় ডেমু ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। সেখানে একটি টেম্পোও ছিল। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আরাফাতুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের মধ্যে একজন ট্রাফিক পুলিশ রয়েছেন। সিএনজিচালিত অটোরিকশা রেললাইনের ওপর উঠে এলে সেটিকে থামানোর চেষ্টা করার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

আরাফাতুল ইসলাম আরও জানান, উদ্ধার করা দুটি লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিজনেস আওয়ার/০৪ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: