স্পোর্টস ডেস্ক: জিম ল্যাকার, অনিল কুম্বলের পর ইনিংসে ১০ উইকেট নেয়ার রেকর্ড করলে কিউই স্পিনার অ্যাজাজ প্যাটেল। ভারতের মুম্বাইতে জন্ম নেয়া প্যাটেল নিজ দেশের বিপক্ষেই করেছেন দুর্দান্ত এই রেকর্ড।
মুম্বাই টেস্টে অ্যাজাজ ৪৭.৫ ওভার বল করে ১১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ভারতের সব কটা উইকেট। এদিন প্যাটেলের বলে এতটাই দিশেহারা হয়ে পড়েছিল স্বাগতিক ব্যাটাররা, রবীচন্দ্রন অশ্বিন বোল্ড হয়েও নেন রিভিউ।
শুক্রবার মুম্বাই টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে ভারত দিন শেষ করে ৪ উইকেট হারিয়ে ২২১ রানে। তবে দ্বিতীয় দিনের শুরু থেকেই প্যাটেলের সামনে নড়বড়ে শুরু হয় ব্যাটিং।
এদিন মাত্র ৭৯ রান তুলতেই প্যাটেল তুলে নেন আরও ৬ উইকেট। প্রথম দিনে শুবমন গিলকে আউট করে শুরু করেছিলেন, আর আজ মোহাম্মদ সিরাজকে ফিরিয়ে তুলে নেন দশম উইকেট।
এর আগে ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫১.২ ওভার বল করে ১০ উইকেট নেন জিম লেকার। এরপর ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে দিল্লির ফিরোজ শাহ কোটলায় চতুর্থ ইনিংসে অনিল কুম্বলে ২৬.৩ ওভার বল করে ৭৪ রান দিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। কুম্বলের ২২ বছর পর নতুন করে কীর্তি গড়লেন এই ভারতীয় বংশোদ্ভুত অ্যাজাজ প্যাটেল।
বিজনেস আওয়ার/০৪ ডিসেম্বর, ২০২১/এএইচ