ঢাকা , সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বেটিসের কাছে হারল বার্সা

  • পোস্ট হয়েছে : ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • 26

বিজনেস আওয়ার প্রতিবেদক : ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। এই পরাজয়ের পর ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগায় সপ্তম স্থানে রয়েছে বার্সা।

ন্যু ক্যাম্পে ফল নির্ধারণী একমাত্র গোলটি আসে ৭৯ মিনিটে হুয়ানমির পা থেকে। সার্জিও ক্যনালেস এবং ক্রিশ্চিয়ান তেয়ো একসঙ্গে দুর্দান্তভাবে কাউন্টার অ্যাটাকে উঠে আসে। এরপর হুয়ানমিকে বলটি তৈরি করে দেয় গোলের জন্য। বলটা পেয়ে হুয়ানটি খুব ধীরে-সুস্থে ফাঁকি দেন বার্সা গোলরক্ষক মার্ক অ্যান্ডার টের স্টেগানকে।

প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগেও গোল হজম করার পর্যায়ে চলে গিয়েছিল বার্সেলোনা। অ্যালেক্স মোরেনো বল নিয়ে এগিয়ে গেলে বাধা দেন ডিফেন্ডার সার্জিনো ডেস্ট। পরে সেই বল পোস্টের বাইরে মেরে দেন মোরেনো। ৫৯ মিনিটে কৌতিনহোকে তুলে ওসমান ডেম্বেলেকে মাঠে নামান জাভি। এরপর দু’বার গোলের একেবারে কাছে চলে গিয়েছিলেন ডেম্বেলে। কিন্তু ওই দুটি সুযোগ তার কাজে লাগেনি।

কিন্তু শেষ পর্যন্ত হুয়ানমির গোলে তিন পয়েন্ট নিশ্চিত হলো রিয়াল বেটিসের। সে সঙ্গে বার্সা কোচ জাভিতে প্রথম হারের স্বাদ দিলো তারা।

বিজনেস আওয়ার/০৫ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বেটিসের কাছে হারল বার্সা

পোস্ট হয়েছে : ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা। এই পরাজয়ের পর ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগায় সপ্তম স্থানে রয়েছে বার্সা।

ন্যু ক্যাম্পে ফল নির্ধারণী একমাত্র গোলটি আসে ৭৯ মিনিটে হুয়ানমির পা থেকে। সার্জিও ক্যনালেস এবং ক্রিশ্চিয়ান তেয়ো একসঙ্গে দুর্দান্তভাবে কাউন্টার অ্যাটাকে উঠে আসে। এরপর হুয়ানমিকে বলটি তৈরি করে দেয় গোলের জন্য। বলটা পেয়ে হুয়ানটি খুব ধীরে-সুস্থে ফাঁকি দেন বার্সা গোলরক্ষক মার্ক অ্যান্ডার টের স্টেগানকে।

প্রথমার্ধ শেষ হওয়ার খানিক আগেও গোল হজম করার পর্যায়ে চলে গিয়েছিল বার্সেলোনা। অ্যালেক্স মোরেনো বল নিয়ে এগিয়ে গেলে বাধা দেন ডিফেন্ডার সার্জিনো ডেস্ট। পরে সেই বল পোস্টের বাইরে মেরে দেন মোরেনো। ৫৯ মিনিটে কৌতিনহোকে তুলে ওসমান ডেম্বেলেকে মাঠে নামান জাভি। এরপর দু’বার গোলের একেবারে কাছে চলে গিয়েছিলেন ডেম্বেলে। কিন্তু ওই দুটি সুযোগ তার কাজে লাগেনি।

কিন্তু শেষ পর্যন্ত হুয়ানমির গোলে তিন পয়েন্ট নিশ্চিত হলো রিয়াল বেটিসের। সে সঙ্গে বার্সা কোচ জাভিতে প্রথম হারের স্বাদ দিলো তারা।

বিজনেস আওয়ার/০৫ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: