বিজনেস আওয়ার প্রতিবেদক : লঘুচাপে পরিণত হলেও ‘জাওয়াদ’ এর প্রভাবে সারাদেশেই বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে রাজধানী ঢাকাতে অফিসগামী মানুষ পড়েছেন বিপাকে।
রবিবার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে শুরু হয়েছে অঝর ধারায় বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়। এছাড়া রাস্তায় বাস, সিএনজি এবং রিকশাও কম ছিল। যার কারণে অফিসগামী এবং স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে একই এলাকায় নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর–পূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২১/কমা