বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস কর্তৃপক্ষ লেনদেনে শুরু হওয়ার আগেই ‘নো’ ডিভিডেন্ড দিয়ে শেয়ারহোল্ডারদের সঙ্গে যেমন প্রতারণা করেছেন, একইভাবে কর্মীদের সঙ্গেও করেছেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ি, ২০০৬ সাল থেকে নিট আয়ের ৫ শতাংশ হারে ফান্ড গঠন করতে হয়। তবে কোম্পানিটির প্রসপেক্টাসের ৭৯ পৃষ্টা অনুযায়ি, ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত এই ফান্ড গঠন করেনি। এর মাধ্যমে আগের বছরগুলোতে আইন ভঙ্গের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে। একইসঙ্গে অতিরঞ্জিত মুনাফা দেখিয়েছে।
আরও পড়ুন…..
প্রতারক নিরীক্ষকের নিরীক্ষা দিয়ে শেয়ারবাজারে একমি পেস্টিসাইডস
একমি পেস্টিসাইডসের ‘নো’ ডিভিডেন্ড, তলব করবে বিএসইসি
আইপিওর আগে ছয় মাসে ৩ কোটি থেকে একমি পেস্টিসাইডস ১০৫ কোটির কোম্পানি
বিএসইসির কঠোর অবস্থানের মধ্যেই অর্থ তুলে নিল গোজাঁমিলের একমি পেস্টিসাইডস
বিজনেস আওয়ার/০৬ ডিসেম্বর, ২০২১/আরএ