বিজনেস আওয়ার প্রতিবেদক : মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলাও শুরু হতে দেরি হচ্ছে। সকাল সাড়ে ৯টায় খেলা শুরু কথা থাকলেও বৃষ্টির কারণে তা এখন পর্যন্ত সম্ভব হয়নি।
জানা গেছে, এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও ভেজা আউটফিল্ডের কারণের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। কাভার সরিয়ে নেওয়া হচ্ছে ধীরে ধীরে। মাঠ উপযোগী হলেই শুরু হবে খেলা। দুই দল মাঠেই অবস্থান করছে। তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৮৮। বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত আছেন।
বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: