বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ মূলধন ২০০ কোটি টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য মূলৈ কোম্পানিটি নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন ২০০ কোটি টাকা পর্যন্ত বাড়াতে চায়।
মূলধন বাড়ানোর জন্য বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়াতে নতুন শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।
বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২১/পিএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: