বিজনেস আওয়ার প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ডিজিটাল পশু হাটের উদ্বোধন করা হয়েছে। দেশে করোনা ভাইরাসের মহামারির মধ্যে হাটে না এসে মানুষ বাসা থেকেই পছন্দের গরু ক্রয় করে কোরবানি করতে পারবেন।
শনিবার (১১ জুলাই) দুপুরে ডিজিটাল হাটের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অনুলাইনে যুক্ত ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম জানান, শুধু গরু কেনা নয় চাইলে দক্ষ কসাই দিয়ে কোরবানি করিয়ে বাসায় মাংস পৌঁছে দেওয়ার সুযোগ থাকবে এই অনলাইন হাটে। সেক্ষেত্রে পশু জবাই ও অন্যান্য প্রক্রিয়ায় গরুর মূল দামের সঙ্গে আরো ২৩ শতাংশ চার্জ দিতে হবে। এছাড়া বাসায় পৌঁছানোর জন্য ঢাকার মধ্যে ১৫০০ টাকা চার্জ দিতে হবে।অনলাইনে গরু কেনার ক্ষেত্রে কোনো হাসিল দিতে হবে না।
এ দিকে অনলাইন প্লাটফর্ম দারাজের মাধ্যমে একটি গরু ক্রয় করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।। যার মূল দাম এক লাখ ২৮ হাজার ৬০০ টাকা। বাসায় পৌঁছানো ও গরু জবাইসহ অন্যান্য খরচ মিলিয়ে এই গরুর দাম পরে এক লাখ ৬০ হাজার ২৩ টাকা।
এছাড়া আজকের ডিল থেকে এক লাখ টাকা দিয়ে একটি গরু ক্রয় করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ৭৯ হাজার ৯০০ টাকা দিয়ে ফুড ফর ন্যাশন অনলাইন থেকে একটি গরু ক্রয় করেন। অন্যান্য চার্জসহ গরুর দাম পড়ে এক লাখ ১২২ টাকা।
বিজনেস আওয়ার/১১ জুলাই, ২০২০/এ