বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটা প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের মেয়াদ বাড়াতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ইজিএম আগামী ২৪ জানুয়ারি বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর।
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ ব্যবহারের প্রক্রিয়া সংশোধন এবং প্রজেক্ট শেষ করার মেয়াদ বাড়াতে শেয়ারহোল্ডারদের সম্মতি জানতে ইজিএম করবে কোম্পানিটি।
উল্লেখ্য, ২০২০ সালের শেষ দিকে রবি আজিয়াটা ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যু করে আইপিওর মাধ্যমে মোট ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করেছে।
উল্লেখ্য, কোম্পানিটি আইপিওর মাধ্যমে প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা উত্তোলন করে।
বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০২১/পিএস