ঢাকা , মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মালিতে জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত

  • পোস্ট হয়েছে : ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • 23

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। তবে হতাহতদের মধ‌্যে কোনো বাংলাদেশি শান্তিরক্ষী আছে কি না তা জানা যায়নি। বুধবার (৮ ডিসেম্বর) মালির মধ্যাঞ্চলীয় এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার মালির দোউয়েন্তজা শহর থেকে সিভারে শহরে যাচ্ছিল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি লজিস্টিকস কনভয়। মোপতি অঞ্চলের বানদিয়াগারা এলাকায় পৌঁছালে তাদের কনভয়ে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত করে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

আল-জাজিরা’র তথ‌্য মতে, মালির ওই এলাকাতে আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। অবশ্য তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ ওই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর মালিতে এ নিয়ে ১৯ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে টোগোর আট জন, মিশরের তিন জন, আইভরি কোস্টের চার জন এবং চাদের চার জন মারা গেছেন।

বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

মালিতে জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত

পোস্ট হয়েছে : ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। তবে হতাহতদের মধ‌্যে কোনো বাংলাদেশি শান্তিরক্ষী আছে কি না তা জানা যায়নি। বুধবার (৮ ডিসেম্বর) মালির মধ্যাঞ্চলীয় এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার মালির দোউয়েন্তজা শহর থেকে সিভারে শহরে যাচ্ছিল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি লজিস্টিকস কনভয়। মোপতি অঞ্চলের বানদিয়াগারা এলাকায় পৌঁছালে তাদের কনভয়ে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত করে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

আল-জাজিরা’র তথ‌্য মতে, মালির ওই এলাকাতে আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে। অবশ্য তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ ওই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, চলতি বছর মালিতে এ নিয়ে ১৯ জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে টোগোর আট জন, মিশরের তিন জন, আইভরি কোস্টের চার জন এবং চাদের চার জন মারা গেছেন।

বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: