ঢাকা , মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিটি উপজেলায় স্টেডিয়াম হবে: প্রধানমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • 28

বিজনেস আওযার প্রতিবেদক: দক্ষ ক্রীড়াবিদ তৈরি করতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আদলে দেশের প্রতিটি বিভাগে একটি করে প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বালক অনূর্ধ্ব-১৭ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বালিকা অনূর্ধ্ব-১৭ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব। অর্থাৎ প্রতিটি বিভাগে একটি করে বিকেএসপি করব। ইতোমধ্যে দুটি অনুমোদন দেয়া হয়েছে। বাকিগুলোও করে দেব।’

সরকার তৃণমূল পর্যায়েও শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘খেলাধুলার চর্চাটা যেন উপজেলা পর্যায় পর্যন্ত ভালোভাবে হয়। সেজন্য আমরা প্রতি উপজেলায় একটি মিনি স্টেডিয়াম অর্থাৎ উন্নত মানের খেলার মাঠ করে দিচ্ছি। সেখানে ১২ মাস সবাই খেলাধুলা করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। এটা খুবই প্রয়োজন।

বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

প্রতিটি উপজেলায় স্টেডিয়াম হবে: প্রধানমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১

বিজনেস আওযার প্রতিবেদক: দক্ষ ক্রীড়াবিদ তৈরি করতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আদলে দেশের প্রতিটি বিভাগে একটি করে প্রতিষ্ঠান গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বালক অনূর্ধ্ব-১৭ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বালিকা অনূর্ধ্ব-১৭ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব। অর্থাৎ প্রতিটি বিভাগে একটি করে বিকেএসপি করব। ইতোমধ্যে দুটি অনুমোদন দেয়া হয়েছে। বাকিগুলোও করে দেব।’

সরকার তৃণমূল পর্যায়েও শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘খেলাধুলার চর্চাটা যেন উপজেলা পর্যায় পর্যন্ত ভালোভাবে হয়। সেজন্য আমরা প্রতি উপজেলায় একটি মিনি স্টেডিয়াম অর্থাৎ উন্নত মানের খেলার মাঠ করে দিচ্ছি। সেখানে ১২ মাস সবাই খেলাধুলা করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। এটা খুবই প্রয়োজন।

বিজনেস আওয়ার/০৯ ডিসেম্বর, ২০২১/এএইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: