বিজনেস আওয়ার প্রতিবেদক : মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রেইলার ও ট্রাকের সংঘর্ষে ৫৩ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, সে দেশের সরকারি কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ৫৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সেখানকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেসব ছবিতে দেখা যায়, হতাহতরা মহাসড়কে ছড়িয়ে ছিঁটিয়ে পড়ে আছেন। এছাড়া ট্রাকের কার্গো এলাকার ভিতরেও পড়ে আছে অনেকের দেহ।
এদিকে, এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদর। এক টুইট বার্তায় তিনি বলেন, এ ঘটনা খুবই বেদনাদায়ক।
বিজনেস আওয়ার/১০ ডিসেম্বর, ২০২১/কমা