ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চীন উইঘুর মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে

  • পোস্ট হয়েছে : ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
  • 38

বিজনেস আওয়ার প্রতিবেদক : চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম ও অন্য জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে দেশেটির সরকার। যুক্তরাজ্যভিত্তিক একটি অনানুষ্ঠানিক স্বাধীন ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এক রায়ে এ কথা বলেন।

ট্রাইব্যুনালের প্রধান এবং প্রখ্যাত মানবাধিকার আইনজীবী স্যার জিওফ্রে নাইস কিউসি বলেন, ‘চীনের সরকার উইঘুর মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্র কর্তৃক পরিচালিত জন্মনিয়ন্ত্রণ ও বন্ধ্যকরণ ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। যাতে করে জিনজিয়াং প্রদেশে মুসলিম জনগোষ্ঠী বৃদ্ধি পেতে না পারে।‘ এই ট্রাইবুনালটি মূলত শিক্ষাবিদ ও আইনজীবীদের নিয়ে গঠিত।

জিওফ্রে নাইস বলেন, ‘উইঘুর ও অন্য জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা দীর্ঘ মেয়াদে কমানোর জন্য চীন ইচ্ছাকৃত, পদ্ধতিগত নীতির প্রয়োগ করেছে বলে প্যানেলের কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে।

এই ট্রাইব্যুনালের প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থন নেই এবং চীনকে শাস্তি দেওয়ারও ক্ষমতা নেই তাদের। তবে বিশেষজ্ঞরা বলছেন, চীনকে এই বিষয়ে জবাবদিহিতার আওতায় আনতে ট্রাইবুনালের দেওয়া এই রায় সাহায্য করবে। সূত্র : আল জাজিরা।

বিজনেস আওয়ার/১০ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চীন উইঘুর মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে

পোস্ট হয়েছে : ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম ও অন্য জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে দেশেটির সরকার। যুক্তরাজ্যভিত্তিক একটি অনানুষ্ঠানিক স্বাধীন ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এক রায়ে এ কথা বলেন।

ট্রাইব্যুনালের প্রধান এবং প্রখ্যাত মানবাধিকার আইনজীবী স্যার জিওফ্রে নাইস কিউসি বলেন, ‘চীনের সরকার উইঘুর মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্র কর্তৃক পরিচালিত জন্মনিয়ন্ত্রণ ও বন্ধ্যকরণ ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। যাতে করে জিনজিয়াং প্রদেশে মুসলিম জনগোষ্ঠী বৃদ্ধি পেতে না পারে।‘ এই ট্রাইবুনালটি মূলত শিক্ষাবিদ ও আইনজীবীদের নিয়ে গঠিত।

জিওফ্রে নাইস বলেন, ‘উইঘুর ও অন্য জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা দীর্ঘ মেয়াদে কমানোর জন্য চীন ইচ্ছাকৃত, পদ্ধতিগত নীতির প্রয়োগ করেছে বলে প্যানেলের কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে।

এই ট্রাইব্যুনালের প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থন নেই এবং চীনকে শাস্তি দেওয়ারও ক্ষমতা নেই তাদের। তবে বিশেষজ্ঞরা বলছেন, চীনকে এই বিষয়ে জবাবদিহিতার আওতায় আনতে ট্রাইবুনালের দেওয়া এই রায় সাহায্য করবে। সূত্র : আল জাজিরা।

বিজনেস আওয়ার/১০ ডিসেম্বর, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: