বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত .৪ কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আজ শনিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, মুন্নু এগ্রো, মুন্নু সিরামিক, সোনালী পেপার।
কোম্পানিগুলোর মধ্যে ১১ ডিসেম্বর এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের বেলা ১১টায়, মুন্নু এগ্রোর বেলা ১১টায়, মুন্নু সিরামিকের দুপুর ১২টায় ও সোনালী পেপারের বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। সবগুলো কোম্পানির এজিএমই ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ যে লভ্যাংশ ঘোষণা করেছে তাই শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা করবে কোম্পানিগুলো।
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: