বিজনেস আওয়ার প্রতিবেদক : আগের কার্যদিবস উত্থান হলেও সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১২ ডিসেম্বর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়রবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।
জানা গেছে, ডিএসইতে আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.৩৮ পয়েন্ট বা ০.৯২ শতাংশ কমে ছয় হাজার ৯২০.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.০৫ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৮.১০ পয়েন্ট বা ১.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬৭.৪০ পয়েন্টে এবং দুই হাজার ৬০৪.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ এক হাজার ১৪৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১০৪ কোটি ৭৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৪৩ কোটি ৪৫ লাখ টাকার।
ডিএসইতে ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে আজ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টির বা ২৬.৩৩ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ২৪২টির বা ৬৪.৩৬ শতাংশের এবং ৩৫টি বা ৯.৩১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭৮.০৫ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ২৮৪.৩২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর। আজ সিএসইতে ৪৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০২১/পিএস