স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিমের উইকেটরক্ষকের দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, অন্য কোনো খেলোয়াড় কেমন কিপিং করে আমরা কী দেখতে পারবো না? যেই করুক, কোচও যদি করে, ও কী এটা যাচাই করতে পারে না যে আমার আর কী অপশন আছে? একটা দুইটা ম্যাচ করলে অসুবিধাটা কী?
আজ শনিবার (১১ ডিসেম্বর) বিকেএসপিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ শেষ বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানান, এই ফরম্যাটে আর কিপিং না করার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। তবে মাসখানেক পর উল্টো কথা শুনিয়েছেন মুশফিক। এরপর থেকে কেবল ব্যাটার হিসেবেই খেলে যাচ্ছেন মুশফিক। আর উইকেটের পেছনে টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান ও টেস্টে লিটন দাস দায়িত্ব পালন করছেন।
বলা হয়ে থাকে, মুশফিকের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে উইকেটকিপারের গ্লাভস সোহানের হাতে দেয় টিম ম্যানেজম্যান্ট। যা নিয়ে সংবাদমাধ্যমগুলোতেও ব্যাপক লেখালেখি হয়েছে। নতুন করে আবারও প্রসঙ্গটি নিয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে প্রশ্ন করেছেন সাংবাদিকরা। এতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
পাপন বলেন, একজনের জায়গায় যদি আমি আরেকজনকে দেখতে চাই তাতে অসুবিধা কী? তার পজিশন তো নষ্ট হচ্ছে না। সোহান খারাপ কিপিং করেনি, অবশ্যই সে সেরা। আমাদের সেরা কিপার এখন সোহান। ও যদি না করত এটা কীভাবে দেখতাম? আপনারা যদি কাউকে সুযোগই না দেন বা সুযোগ দিলে মাইন্ড করেন তাহলে তো মহাবিপদ। তাহলে তো নতুন কোনো খেলোয়াড়ই আসবে না। এটাতে আমি একমত না।’
বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০২১/এএইচ