বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলসের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন।
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরে ৫ কোটি ৫৩ লাখ টাকার পরিচালন লোকসান হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ২০২১ সালের ৩০ জুন সংরক্ষিত আয় (রিটেইন আর্নিংস) ঋণাত্মক হয়ে গেছে ৩৯ কোটি ৫৬ লাখ টাকা। এরমধ্যে আবার কোম্পানিটির ১২ মাসের মধ্যে ১০ মাস উৎপাদন বন্ধ ছিল। যেমন পরিস্থিতি আগের অর্থবছরেও ছিল।
এই পরিস্থিতি কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সোনারগাঁও টেক্সটাইলের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৬ কোটি ৪৭ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৫.৪৫ শতাংশ।
বিজনেস আওয়ার/১৩ ডিসেম্বর, ২০২১/আরএ
One thought on “সোনারগাঁও টেক্সটাইল নিয়ে নিরীক্ষকের শঙ্কা”