বিজনেস আওয়ার প্রতিবেদক : আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে তাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এদিকে দিবসটি উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
আজ ভোরের আলো ফোটার আগেই মানুষের ঢল নামে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ জনগণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়।
এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
বিজনেস আওয়ার/১৪ ডিসেম্বর, ২০২১/কমা